• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

ভিসা ছাড়াই কোথায় কতদূর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ

মুক্ত বাংলাদেশ / ৬৯ বার পঠিত হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ২০২৫ সালের সর্বশেষ এই সূচকে দেখা গেছে, আগাম ভিসা ছাড়াই সবচেয়ে বেশি দেশে ভ্রমণের সুবিধা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা পাচ্ছেন। ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারায় এবারও সূচকের শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব এশিয়ার দুই উন্নত দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটি ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাচ্ছে। তৃতীয় স্থানে আছে সাতটি ইউরোপীয় দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে যেতে পারছেন কোনো আগাম ভিসা ছাড়াই।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এসব দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা ভিসা অন-অ্যারাইভাল সুবিধা পান। পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড (১৮৭টি দেশ), ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য (১৮৬টি দেশ) এবং সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড (১৮৫টি দেশ)।

কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত এবার অষ্টম অবস্থানে জায়গা করে নিয়েছে। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নবম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (১৮৩টি দেশ)। সূচকের দশম ও শেষ দশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও লিথুয়ানিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৮২টি দেশে যেতে পারেন সহজভাবে।

তবে তালিকার একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন মাত্র ২৫টি দেশে। এর ঠিক ওপরে রয়েছে সিরিয়া (২৬টি দেশ), ইরাক (২৯টি দেশ) ও পাকিস্তান (৩৪টি দেশ)। ৯৬তম অবস্থানে একসঙ্গে রয়েছে পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়া। ৯৫তম স্থানে রয়েছে লিবিয়া ও নেপাল। বাংলাদেশের অবস্থান আরও নিচে ৯৪তম, যেখানে বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৪০টি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান।

এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ রয়েছে অনেক ওপরে ৫৩তম অবস্থানে। ভারত রয়েছে ৭৭তম অবস্থানে এবং ভুটান রয়েছে ৮৪তম স্থানে।

বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা সূচক মূলত নির্ধারিত হয় একটি দেশের নাগরিকরা কতটি দেশে পূর্ব ভিসা ছাড়াই যেতে পারেন, সে তথ্যের ভিত্তিতে। এই সূচক তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও বসবাস পরামর্শদাতা প্রতিষ্ঠান Henley & Partners। সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অফিশিয়াল ডেটা ব্যবহার করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে।

বাংলাদেশের নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, যাতে ভ্রমণের পরিকল্পনা ও পাসপোর্ট সংক্রান্ত সচেতনতা তৈরি হয়। পাশাপাশি এটি সরকারের নীতিনির্ধারণীতেও ভূমিকা রাখতে পারে, যাতে দেশের পাসপোর্ট আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/