অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার এবং সাগরে নিম্নচাপের কারণে পিরোজপুরের ইন্দুরকানী
উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদীর পানি ঢুকে পড়েছে বসতঘরে।
এমন দুর্যোগময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ
আলমগীর হোসেন। রবিবার দুপুরে তিনি বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আলমগীর হোসেন বলেন, “মানুষের এই দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক
দায়িত্ব। বিএনপি শুধু রাজনীতির জন্য মাঠে নেই, মানুষের দুর্দিনেও আমরা আছি।”
তিনি আরও বলেন, “এই প্লাবনে অনেক পরিবার ঘরছাড়া হয়েছে, অনেকের ঘরের চুলা পর্যন্ত জ্বলে না।
তাই আমরা শুধু ত্রাণ নয়, মানবিকতা নিয়েই এসেছি মানুষের পাশে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচএম ফারুক
হোসাইন, মোস্তান হাফিজ, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল ফকির ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন,
বালিপাড়া ইউনিয়নের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব মোঃ জলিল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
https://slotbet.online/