• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:০১ অপরাহ্ন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ: আটক-১

জিয়াউল ইসলাম, জিয়া, বিশেষ প্রতিনিধিঃ / ৬৬ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

‎সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী  বিশেষ অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ যুবককে আটক এবং প্রায় পাঁচ লক্ষ 

টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

২৭ জুলাই সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

‎বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী, মাদরা বিওপির বিশেষ দল ফুলতলা বাজার এলাকা থেকে একজন আসামিকে গ্রেপ্তারসহ ২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

এছাড়া, চান্দুরিয়া বিওপির দল গোয়ালপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপি ভাদিয়ালী থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ওষুধ, ভোমরা

বিওপি ঘোষপাড়া থেকে ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, মাদরা বিওপি হাওয়ালখালী থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং একই এলাকার ভাদিয়ালী থেকে ৩৫ হাজার টাকার শাড়ি আটক করে।

‎তবে চান্দুরিয়া এবং বৈকারী বিওপি আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

সর্বমোট জব্দকৃত পণ্যের মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে তা জনসম্মুখে ধ্বংস করার লক্ষ্যে সংরক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/