• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

নিউইয়র্কে বন্দুকধারীর গুলি: নিহত-৫

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৭ বার পঠিত হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে  বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার  সন্ধ্যায় ম্যানহাটনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১জন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন বলে জানায় মার্কিন

সংবাদমাধ্যম সিএনএন। নিহত পুলিশ কর্মকর্তা ১জন বাংলাদেশি বলে জানা যায়। তার নাম ইসলাম। ৩  বছর আগে, তিনি নিউইয়র্ক পুলিশে যোগ দেন।

‎সিএনএনের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার নাম শেইন তামুরা

(২৭)। তিনি লাস ভেগাসের বাসিন্দা। তার মানসিক সমস্যা ছিল বলে মেডিকেল হিস্টোরিতে পাওয়া গেছে।

‎প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে

ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ

ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।

‎ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিহত ও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট দলের মেয়রপ্রার্থী জোহারান মামদানি।

‎পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে

রয়েছে। ম্যানহাটনের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/