• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৩ বার পঠিত হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‎কুমিল্লার বুড়িচংয় থানা পুলিশ  রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলো- ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও স্থানীয় জুতা তৈরির কারখানা ‘জিহান ফুটওয়্যার’-এ কর্মরত জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে ফাতেমা আক্তার মিশু (১২)।

মঙ্গলবার সকালে উপজেলার ছাত্তার ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই নিহতদের স্বামী মীর হোসেন ভোরবেলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

‎ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক আবুল খায়ের গণমাধ্যমকে জানান,গত ১২ জুলাই মীর হোসেন ও তার স্ত্রী জাহেদা

আমার বাসায় ভাড়া ওঠেন। মঙ্গলবার ভোররাতে জিহান ফুটওয়্যারের ফোরম্যান ইব্রাহিম ফোন করে জানায়,

তাদের বাসায় জাহেদা মারা গেছেন এবং মীর যেন পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক করেন। এরপর ছাদে

উঠে দেখি মীর লাফ দিয়ে পালাচ্ছেন। ঘরে গিয়ে দেখি মা-মেয়ের নিথর দেহ পড়ে আছে।’

‎তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষের আলামত পাওয়া গেছে।

‎ঘটনার বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ

হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎‎ঘটনার পর থেকে স্বামী মীর হোসেন পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/