কক্সবাজার মডেল থানা পুলিশ কক্সবাজার সদর উপজেলার লিংক রোড বিসিক মুহুরীপাড়া এলাকায়
নিজ বাড়ির সামনে থেকে ব্যবসায়ী মিজবাহ উর রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লিংকরোড বিসিক মুহুরী পাড়ার আল মজিদ টাওয়ারের
পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
নিজ ভবন থেকে ফেলে এই ব্যবসায়ীকে হত্যার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এমনকি সিসিটিভি ফুটেজে এ ধরনের তথ্য উঠে এসেছে।
সকালে স্থানীয়রা মরদেহটি আল মজিদ টাওয়ারের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ী মেজবাহ কক্সবাজার বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছেন।
নিজ বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হলেও মহুরীপাড়ায় আল মজিদ টাওয়ার নামে ভবন নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
সেখানে দীর্ঘদিন ব্যবসা করার কারণে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে তার বৈরী সম্পর্ক তৈরি হয় বলেও জানায় স্থানীয় একাধিক সূত্র।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটা হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
https://slotbet.online/