ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া মোঃ হান্নান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোঃ মারুফ বলেন, ‘রাতে কারাগারে হঠাৎ মোঃ হান্নান নামের ওই কয়েদি
অসুস্থ হয়ে পড়ে।কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
তিনি বলেন, ‘হান্নানের কয়েদি নম্বর ৫৩৮০/এ। তাঁর বাবার নাম মো. সোবহান। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানা নেই।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/