কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ চেকপোষ্টে মোটরসাইকেল তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ এক
মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ধরলা সেতু সংলগ্ন চেকপোষ্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ শফিকুল ইসলাম। সে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র।
ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম গণমাধ্যমকে জানান,ফুলবাড়ী ধরলা
সেতু সংলগ্ন পুলিশ বক্সে থানার একদল পুলিশ নিয়মিত দায়িত্ব পালন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এ পথে মাদকের একটি চালান যাবে।
চেকপোস্টে দায়িত্বরত এএসআই রফিক,এএসআই জুলফিকার সঙ্গীও ফোর্স নিয়ে সন্দেহজনক ওই মোটরসাইকেলটির গতিরোধ করে এবং চালককে
জিজ্ঞেস করলে তিনি মোটর সাইকেলে মাদক আছে বলে স্বীকার করে। পরে মোটর সাইকেলের সিট কভারের নিচে
বিশেষ কায়দায় রক্ষিত ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
https://slotbet.online/