পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একাধিক মামলার আসামি আবু সাঈদ
মনুকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কাউখালী থানার ইনস্পেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্বস্ত সোর্স ও
প্রযুক্তির সহায়তায় ডেমরা থানা ও ডিএমপি ঢাকার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
আবু সাঈদ মনুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে দায়েরকৃত সেশন মামলা নং ৬৭৯/২৩ এবং ১৭০/২৪-এ ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, তিনি ২০২৪
সালের ১৩ অক্টোবর দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারে ১ নম্বর আসামি হিসেবেও চিহ্নিত।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখিয়েছেন।
সোমবার সকালে তাকে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু চেক জালিয়াতি সহ ৩টি মামলার পলাতক আসামি।
https://slotbet.online/