পিরোজপুরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার(এসপি) খান মোহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান, কলেজ
অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সহ সরকারি
কলেজগুলোর অধ্যক্ষবৃন্দ, সদর ইউএনও মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঞা জনীসহ স্থানীয় সরকারের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা ও দোয়া-মোনাজাত করা হয়। জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদরা আমাদের জাতীয় ইতিহাসে গর্বের অংশ।
তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।” পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,
“এই আন্দোলন আমাদের বৈষম্যহীন বাংলাদেশের পথে এগিয়ে দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
” বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা স্মৃতিচারণ ও একটি ন্যায্য সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত
করেন। অনুষ্ঠান শেষে গেজেটপ্রাপ্ত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
করতালির মধ্য দিয়ে উপস্থিত সবাই তাদের প্রতি শ্রদ্ধা জানান। এই আয়োজন ছিল কেবল স্মৃতিচারণ নয়, বরং
একটি দায়বদ্ধ ভবিষ্যতের অঙ্গীকার-যেখানে নতুন প্রজন্ম শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবে।
https://slotbet.online/