বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় মনসাতলী এলাকার আব্দুর রহমান মাস্টার নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।এ নিয়ে ডেঙ্গুতে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে-২১৮৮ জন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪১ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন -২০৬ জন।
মৃত আব্দুর রব মাস্টারের স্বজনরা জানান,বেশ কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও শারীরিক জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল নেয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনায় নতুন করে আরও ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪১ জন।
এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ২০৬ জন। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শিদ শুভ বলেন, দিন যত যাচ্ছে, আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
এই পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনতা জরুরি। পাশাপাশি ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
https://slotbet.online/