• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইবির জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সভাপতির নেতৃত্বে সাংবাদিককে মারধর পাইকগাছা-কয়রা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মজিদের গণসংযোগ অব্যাহত রাজশাহীতে বক্সিং প্রতিযোগিতার বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা আক্তার বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে‎ রাজশাহী শিক্ষা বোর্ডে ১৬ বছরে সর্বনিম্ন পাসের হার: তবুও দেশ সেরা বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ: ভ্রাম্যমান আদালতের অভিযান বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশঃ ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

মুক্ত বাংলাদেশ ডেস্কঃ / ৫৫ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ জুন, ২০২৫

‎ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের আগামীকাল রবিবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাঃ মো. কামরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে আজ একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন কাউন্সিলের সদস্যরা। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কিছু কার্যকর করা হয়েছে।

‎এতে আরো বলা হয়, বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের গণপূর্ত বিভাগ কর্তৃক ঘোষিত পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না, যা তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।

এরই ধারাবাহিকতায় নতুন ব্যাচ কে-৮২ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি কালো অধ্যায় বলে মত দেন কাউন্সিলের সদস্যরা।

ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় শনিবার কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল রোববার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে আগামীকাল রবিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

‎তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় এই সংকট কাটিয়ে ওঠার আশাও করা হয় কাউন্সিলের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/