পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করেছে।
শনিবার সকালে পটুৃয়াখালী সেতু টোলপ্লাজা ও বাধঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়। যার মূল্য
প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা বলে জায়িছেন মৎস্য কর্মকর্তা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কুয়াকাটা হতে ঢাকা-গামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামক ৩ টি বাস তল্লাশি করে ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে ভোর ৬ টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো, কামরুল ইসলাম জানান, জব্দকুত জাটতার মূল্যমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ।
পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য সকলের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
https://slotbet.online/