চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধারে অংশ নেওয়া ডিবি পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)।
সোমবার বিকালে তাকে পুরস্কৃত করা হয়। পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল অভিযান চালিয়ে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুনবাজার এলাকার খাল থেকে পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
চাঁদপুর জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মজিবুর রহমানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মাজহারুল হক সুমন এই অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হলেও মেইড ইন চায়না লেখা বিদেশি এই পিস্তল কে বা কারা রেখে গেছে। তা খতিয়ে দেখা হচ্ছে।
https://slotbet.online/