কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি এলাকা নুরের ডেইলে ডাকাত দলের ছোড়া গুলিতে বাবুল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত বাবুল ঐ এলাকার মোঃ ইসহাকের পুত্র।গুলিতে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন নিহত বাবুলের আরেক ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে নুরের ডেইল পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত হঠাৎ হামলা চালায়। গুলি ছোঁড়া হয় টার্গেট করে। বাবুল ও তার ভাই দুজনেই গুলিবিদ্ধ হন।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবুলের মৃত্যু হয়। আহত ভাইকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ডাকাত দলটি আগেও পাহাড়ি অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছে। উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নিহত বাবুলের পরিবার এবং এলাকাবাসী এই ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি এবংএকইসঙ্গে তারা পাহাড়ি এলাকায় রাতভর টহল ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।
https://slotbet.online/