ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার ২৮ জুন ভোর সাড়ে ৩ টার দিকে দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার জালাল উদ্দিন (৬৫), জিল্লুর রহমান, ডাঃআব্দুল আলিম ও হেলপার হাসিব।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস হাঁসাড়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই ২জন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২জন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাস্থলে নিহতদের ২ জনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।
ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়।
https://slotbet.online/