মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় ৪ ,জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ শাহীন তারেক (দৈনিক ইনকিলাব)।
সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ) ৪৭ ভোট ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি) ৩০ ভোট পেয়ে জয়ী হন।
ক্রীড়া সম্পাদক পদে আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সুজন হোসেন (বার্তা২৪ডটকম) পেয়েছেন ৩৬ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের কাগজের সুরুজ খান।
নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
https://slotbet.online/