• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০ রংপুরে বৌভাতের বাস উল্টে পুকুরে নিহত-৩: আহত-২৫ মৌলভীবাজারে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু রাজশাহীর বাঘায় গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার-২ রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

কুড়িগ্রাম সীমান্তে বজ্রাঘাতে নিহত-১ আহত- ৫

হিজবুল ইসলাম চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৫৯ বার পঠিত হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

‎কু‌ড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রাঘাতে বি‌জি‌বির টহলদলের এক সদস‌্য নিহত হয়েছে।এ সময় টহল দলে থাকা বি‌জি‌বি সদস‌্য ও এক আনসার সদস‌্যসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) দিনগত মধ‌্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

‎বৃহস্প্রতিবার দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) লৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন। নিহত রিয়াদ হোসেন (৩৩) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।

‎আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। আহত আ‌রেকজ‌নের নাম জানা যায়‌নি।

‎বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকার ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবির সদস্যরা।

এ সময় বৃষ্টি ও বজ্রঝড় শুরু হলে টহল দলের সদস‌্যরা এক‌টি টিন শেডে আশ্রয় নেন। শেডের ওপর আক‌স্মিক বজ্রপাত ঘটে। এতে ৬ জন সদস‌্য আহত হন। দ্রুত তাদের রৌমারী স্বাস্থ‌্যকমপ্লে‌ক্সে নেওয়া হলে কর্তব‌্যরত চি‌কিৎসক বি‌জি‌বি সদস‌্য রিয়াদ হোসেন‌কে মৃত ঘোষণা করেন।

আহত অপর সদস‌্যদের মধ্যে গুরুতর দুই জন‌কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হ‌য়ে‌ছে। বাকিদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে।

‎বি‌জি‌বি দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বজ্রাঘা‌তে টহল সদস‌্যদের আহত হওয়ার বিষয়‌টি নিশ্চিত করলেও তার সদ‌স্যের মৃত‌্যুর বিষয়ে তথ‌্য দি‌তে অপারগতা প্রকাশ করেছেন ।

তি‌নি ব‌লেন, আ‌মি হাসপাতা‌লে পা‌ঠিয়ে‌ছি। আপনারা সেখান থে‌কে তথ‌্য নিন।’

‎রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পে‌য়ে রা‌তেই হাসপাতা‌লে গি‌য়ে‌ছিলাম। বজ্রাঘাতে বি‌জি‌বির এক সদস‌্য নিহত হয়ে‌ছেন।

হাসপাতা‌লে নেওয়ার আ‌গেই তি‌নি মারা যান। আহতদের ম‌ধ্যে দুইজনকে ময়মন‌সিংহ মে‌ডিকেলে পাঠানো হ‌য়ে‌ছে। বা‌কিদের রৌমারী হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/