বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২জনসহ ৩জন ম্রো নারী নিহত হয়েছেন।
সোমবার সকালে চিম্বুক এলাকায় অবস্থিত রাংলাই হেডম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে তার ছিঁড়ে বিদ্যুতায়িত তারের সঙ্গে জড়িয়ে পড়েন ওই ৩জন নারী।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা ১জনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলেও বাকি ২জনের মরদেহ তখনো ঘটনাস্থলে পড়ে আছে।
চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, ‘একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর সেখানকার তারে জড়িয়ে ৩জন নারী নিহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক।’
বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, ‘চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৩জন ম্রো নারী মারা গেছেন।
তাদের মধ্যে ১জনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি ২জনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
https://slotbet.online/