• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পটুয়াখালীতে: গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঐক্যের আহ্বান‎

পটুয়াখালী প্রতিনিধিঃ / ১৫১ বার পঠিত হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

‎গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে “জুলাই পদযাত্রা” কর্মসূচির ১৪তম দিনে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশাল পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় সার্কিট হাউজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।

‎এই পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

‎পরে সার্কিট হাউজ সড়কের শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপি পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

‎সভায় প্রধান বক্তা নাহিদ ইসলাম বলেন, “শত্রু দেশের ভেতরে নয়, বাইরে রয়েছে। কিন্তু আমাদের দুর্বল করার জন্য দেশের ভেতরেই বিভাজন সৃষ্টি করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল ও হেয় প্রতিপন্ন করতে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া ও মূলধারার মিডিয়ায় আমাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, এর জবাব আমরা জনগণের সমর্থন নিয়ে দেব।”

‎নাহিদ ইসলাম আরও বলেন, “বিএনপি এখন মুজিববাদী সংবিধানের সন্ত্রাসী পাহারাদারে পরিণত হয়েছে। তারা জনগণের দাবির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

অথচ তরুণদের অভ্যুত্থান ছিল সিস্টেম পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনের চেতনাকে ধ্বংস করতে বিভিন্ন মহল এখনও সক্রিয়।”

‎পদযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সার্কিট হাউজ থেকে শহরের প্রবেশদ্বার পর্যন্ত রাস্তার দুই পাশে নেতৃবৃন্দের ছবি সম্বলিত তোরণ, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়। শহীদ হৃদয় তরুয়া স্কয়ারে তৈরি করা হয় বিশাল মঞ্চ।

‎পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের সংগ্রামের কথা তুলে ধরেন এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে।

‎কার্যালয় উদ্বোধন ও বরগুনায় রওনা

‎পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এবং পরে বরগুনার উদ্দেশ্যে রওনা দেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেন তারা।

‎এনসিপির দাবি, এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি প্রতীক—যা দেশের রাজনীতিতে নতুন ধারার আগমনের ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/