সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পটুয়াখালীতে পরিচালনা করেছে বিশেষ সতর্কতামূলক অভিযান।
সোমবার (১৫ জুলাই) সকালে পটুয়াখালী জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঝাউতলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী অটোরিকশাগুলোর গতি নিয়ন্ত্রণে আনা, চালকদের ট্রাফিক বিধিমালা মানতে উৎসাহ দেওয়া এবং পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
সেনাবাহিনীর সদস্যরা অটোরিকশা চালকদের সতর্ক করেন, হেলমেট ও লাইসেন্স যাচাই করেন এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কিছু অটোরিকশা চালকের বেপরোয়া চালনার কারণে সড়কে ঝুঁকি বেড়ে যাচ্ছিল।
সেনাবাহিনীর এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং নিয়ম মানতে আগ্রহ দেখান।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসাধারণের জীবনের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।
এ অভিযান পটুয়াখালীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
https://slotbet.online/