• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০ রংপুরে বৌভাতের বাস উল্টে পুকুরে নিহত-৩: আহত-২৫ মৌলভীবাজারে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু রাজশাহীর বাঘায় গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার-২ রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি খাতঃ শ্রীমঙ্গলে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৩৭ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ মে, ২০২৫

‎অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।

চা শ্রমিকদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ তাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্ব বিভাগীয় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে এবং চা বোর্ডের সাথে কথা বলে নিলামে চায়ের মূল্য বৃদ্ধির চেষ্টা করা হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। সভায় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় শ্রমিকরা সময়মত মজুরি পাচ্ছে না।

তাদের মজুরি ও রেশন ব্যবস্থা উন্নয়নে আলোচনা চলছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার (এসপি) এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রম দপ্তরের উপ পরিচালক মহব্বত হোসেন প্রমুখ।

‎মতবিনিময় সভায় চা শ্রমিকদের মধ্যে কথা বলেন, বিজয় হাজরা, গীতারানী কানু, পংকজ কন্দ প্রমুখ। সভায় চা শিল্প সংশ্লিষ্টরা চা শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

বিশেষ করে চা শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। মতবিনিময় সভার আগে উপদেষ্টা শ্রম দপ্তর প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/