• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ
বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০ রংপুরে বৌভাতের বাস উল্টে পুকুরে নিহত-৩: আহত-২৫ মৌলভীবাজারে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু রাজশাহীর বাঘায় গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার-২ রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক-১৬ জেলে

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ / ১৩৭ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ মে, ২০২৫

‎পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সরকারের আরোপিত মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিকার চালানোর অভিযোগে ১৬ জেলেসহ ৩টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-পুলিশ।

পরে ট্রলার মালিকদের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে কুয়াকাটার ফাতরার বন সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে এসব জেলে ও ট্রলার আটক করে কুয়াকাটা নৌ-পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল। তিনি জানান, “সকাল থেকেই গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়।

পরে দেখা যায়, কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাল ফেলেছে। অভিযান চালিয়ে ১৬ জন জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।”

পরবর্তীতে আটক ট্রলার ও জেলেদের কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় আটক ৩ ট্রলারের মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎তবে জেলেরা লিখিতভাবে মুচলেকা প্রদান করে জানিয়েছেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা আর সাগরে মাছ ধরবে না। মুচলেকা গ্রহণের পর ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

‎তিনি আরও জানান, সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে সাগরের মাছ প্রজনন, উৎপাদন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলেদের সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল পরিচালনা করছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।

‎এছাড়া নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/