যশোরে ডিবি পুলিশের অভিযানে নাশকতার মামলায় গ্রেফতার ইউপি সদস্য ইব্রাহিম কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইব্রাহিম যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের নওশের আলীর পুত্র এবং যশোর সদরের
কাশিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহিম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
যশোর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার সখ্যতা রয়েছে।
এছাড়া, গত বছরের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে বুধবার বিকেলে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
https://slotbet.online/