• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: বাপী ও সুজনের কমিটি ফ্যাসিবাদী কায়দায় প্রেসক্লাব পরিচালনা করেছে

নিজস্ব প্রতিবেদকঃ / ২৫৭ বার পঠিত হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

‎সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের

সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি,  দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান,

সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম

সরোয়ার, শহিদুল ইসলাম, আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম, মাহফিজুল ইসলাম আক্কাজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ২০২১ সালের মার্চের নির্বাচনে মমতাজ আহমেদ বাপী ও মোহাম্মদ আলী সুজনের কমিটি ফ্যাসিবাদি কায়দায় প্রেসক্লাব পরিচালনা করেছেন।

‎এক বছরের কমিটি ফ্যাসিবাদের প্রত্যক্ষ মদদে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে টানা সাড়ে তিনবছর স্বৈরাচারী কায়দায় প্রেসক্লাব দখল করে রেখেছিল। প্রেসক্লাবের

উন্নয়নের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে নিজেরা আত্মসাৎ করেছেন। এমনকি তৎকালীন কমিটির

সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে প্রেসক্লাবের সভাপতির পদ বিক্রি করে দেন মমতাজ আহমেদ বাপী।

‎মুনজিতপুরস্থ লিচুতলা নামক স্থানে কমিটির সভাপতির পদ বিক্রি হওয়ায় এটাকে লিচুতলা ষড়যন্ত্র বলেও অনেকে আখ্যায়িত করেছেন। তাদের সাড়ে তিন বছরের

পরিচালনায় প্রেসক্লাবের সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকান্ড মুখ থুবড়ে পড়ে। প্রেসক্লাবের সচিব থেকে শুরু করে ঝাড়ুদারদের বেতন মাসের পর মাস বকেয়া রাখেন।

লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করলেও প্রেসক্লাবের তহবিল হয়ে পড়ে শুন্য।

‎এমতাবস্থায় জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুথানের পর প্রেসক্লাবের সচেতন ও প্রগতিশীল সাংবাদিকরা একত্রিত হয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও কার্যক্রম

গতিশীল করার লক্ষে কয়েক দফা বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার একপর্যায়ে গঠনতন্ত্রের আলোকে ৫১ ভাগ

সদস্যের মতামতের ভিত্তিতে ২৪ আগষ্ট ২০২৪ ১ বছর মেয়াদি একটি কার্য নির্বাহি কমিটি গঠিত হয়। যা বর্তমানে বিদ্যমান।

‎সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, আবু নাসের মোঃ আবু সাঈদকে সভাপতি করে ১৩ সদস্যের গঠিত কমিটি

প্রেসক্লাবের শুন্য তহবিল হাতে নিয়ে গুটি গুটি পায়ে দীর্ঘ ১১ মাস পাড়ি দিয়েছে। প্রেসক্লাবের সদস্য ও তাদের

পরিবারবর্গ নিয়ে সিলেটে আনন্দ ভ্রমন, সকল সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ, পবিত্র ঈদে সদস্যদের মাঝে ঈদ

উপহার প্রদান, প্রেসক্লাবের বিধ্বস্ত ভবন নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

‎সচিব, পিয়ন ও ঝাড়ুদারের কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ করাসহ নানান ধরণের সেবা ও উন্নয়নমূলক কাজ করে আসছে এই কমিটি।

প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সাতক্ষীরা প্রেসক্লাব যখন উন্নয়নের অগ্রযাত্রায়, ঠিক তখনই আওয়ামী আমলের সেই ফ্যাসিষ্ট সাংবাদিকরা

ষড়যন্ত্র শুরু করে। তারা কিছু বহিরাগত মাদকাসক্ত, সমাজ বিরোধী, সন্ত্রাসীদের সাংবাদিকতার তকমা লাগিয়ে প্রেসক্লাব তথা সাতক্ষীরাকে অস্থিতিশীল করতে অজানা

কোন জায়গা থেকে প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষনা করেন। এবং ফ্যাসিষ্টদের সাথে ষড়যন্ত্র করে প্রেসক্লাব দখলের হুমকি দিতে থাকে। এই কুচক্রী মহলটি আজও সেই ষড়যন্ত্রে লিপ্ত।

‎সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়ে সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। তাই,

ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র পরিহার করে প্রেসক্লাবের বৃহৎ স্বার্থে ও সাংবাদিকদের পোশাগত মান উন্নয়নে বিপথগামী সদস্যদের ফিরে আসার আহবান জানানো হয়েছে।

‎এসময় উপস্থিত সাংবাদিকদের অনেকেই বিপথগামী সদস্যদের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। এবং শান্তি স্থাপনের চেষ্টা

চালিয়ে যেতে বর্তমান কার্যনির্বাহি কমিটির মেয়াদকাল গঠনতন্ত্র মোতাবেক আরো ৪৫ দিন বাড়ানোর জন্য সুপারিশ করেন। বিষয়টি সাধারণ সভার সকল সদস্যরা

সম্মতি প্রদান করেছেন। সাধারণ সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পড়ে শোনান অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন।  সভার শুরুতে

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ বহু সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে

গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে আহতদের সুস্বাস্থ্যা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/