• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

আন্তঃ জেলা ডাকাত গ্রেফতারের ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের প্রেস ব্রিফিং

বিশেষ প্রতিনিধিঃ / ৫০ বার পঠিত হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

‎চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

একইসাথে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট ও পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১০হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন – ঢাকা কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)‌।

মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামীর নাম প্রকাশ করা হয়নি।

‎পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।

এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন ৮ জুলাই থানায় মামলা করেন।

‎অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ।

‎সর্বশেষ বুধবার শাহরাস্তি থানার একটি আভিযানিক দল লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

একই দিন গাজীপুর ও ঢাকায় অপর অভিযানে গ্রেফতার হয় আরো ৩ আসামী।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব জানান, প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল লুট করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।

মামলার পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এসপি আরো বলেন, এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ৭ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার হয়েছে।

৩ জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি ৪ জনকে চাঁদপুরে আনা হয়েছে।

ওই তিনজনকেও চাঁদপুরের মামলায় আসামী দেখানো হবে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।পিস্তলের গুলি

এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতার আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও চাঁদপুরে কর্মরত স্থানীয় জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/