• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

নারায়ণগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত স্বামী আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ৩১ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রী ইতি আক্তার (৩০)কে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গাড়ি চালক বিল্লাল হোসেন (৩৫) কে আটক করা হয়েছে।

শুক্রবার  রাত ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎নিহত  ইতি আক্তার  ওই এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ইতির ঘরের সামনে ছুটে যান। দরজা বন্ধ থাকায় নক করলে কিছুক্ষণ পরে বিল্লাল দরজা খুলে দেন।

এরপর তারা দেখেন ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম গণমাধ্যমকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে

পারিবারিক কলহ চলছিল। ইতি আক্তারের পরকীয়ার সন্দেহ থেকেই কলহ তীব্র হয়। একপর্যায়ে স্বামী বিল্লাল

ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা রুটি বানানোর বেলুন দিয়ে তার স্ত্রীর মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ইতি।

‎তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/