সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাগাদোবেকি বন টহল ফাঁড়ির বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে অবৈধ ভেশালজাল সহ ১টি নৌকা জব্দ করেছে।
এ সময় মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৫ টার দিকে কাগা নদীর বাওনের খাল এলাকা হতে অভিযান চালিয়ে এই জাল সহ নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন কাগাদোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ মোঃ শামীম রেজা মিটু গণমাধ্যমকে জানান,এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে
https://slotbet.online/