আগামী ১০ আগস্ট-২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
খসড়া ভোটার তালিকার ওপর দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে আগস্টের শেষ দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে আশা করছে ইসি।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ১০ আগস্ট খসড়া ভোটার
তালিকা প্রকাশ করার বিষয়টি গণমাধ্যমকেনিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সেটা আগস্ট মসের মধ্যে হবে কি না তা এই মুহূর্তে বলতে পারছি না।
তবে ইসি সূত্রে জানা যায়, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন
https://slotbet.online/