খুলনা -৬ ( কয়রা-পাইকগাছা ) আসনে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি এবং পাইকগাছা-কয়রা সড়কের ১৮
মাইল থেকে কয়রা পর্যন্ত ভেঙে পড়া অংশ দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক ফোরাম, পাইকগাছা-কয়রা।
শুক্রবার বেলা ১১ টায় কয়রা পাইকগাছা মেইন সড়ক কপিলমুনি ফকিরবাসা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়রা-পাইকগাছার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের খুলনা জেলা টিম প্রধান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
বক্তব্য রাখেন সাংবাদিক এইচ. এম. সফিউল ইসলাম, বিএনপি নেতা শেখ সাদিকুজ্জামান, শেখ আবু তালেব, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, মাসুদ সানা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের
অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জনগণের মর্যাদা রক্ষায় ও স্থানীয় উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
একইসঙ্গে তারা বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
https://slotbet.online/