সাতক্ষীরার লক্ষীদাড়ী সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আলমগীর
হোসেন (৩৫) নামে এক বাংলাদেশী ঘের মালিক গুরুতর আহত হয়েছেন।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদ এর পুত্র। তাকে আশাংকাজনক
অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আলমগীর হোসেনের নিকট আত্মীয় গণমাধ্যমকে জানান,
সে ফজরের নামাজ আদায় করার মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা
বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানীকে ধাওয়া করে। চোরাচালানীরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি
ছোড়ে। এতে সীমান্তের বেঁড়িবাঁধের উপর দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগলে সে গুরুতর আহত হয়।বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার
জহির গণমাধ্যমকে জানান, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানীকে লক্ষ্য করে গুলি ছেড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেনং।
https://slotbet.online/