• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০ রংপুরে বৌভাতের বাস উল্টে পুকুরে নিহত-৩: আহত-২৫ মৌলভীবাজারে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু রাজশাহীর বাঘায় গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার-২ রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

বরগুনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ১২ জনের বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি

বিশেষ প্রতিনিধিঃ / ১৩১ বার পঠিত হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৩ মে, ২০২৫

‎বরগুনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে চাকরি পেলেন ১২ জন পুলিশ কনস্টেবল। নিয়োগ পাওয়া সদ্য চাকরি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছে বরগুনা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার (এসপি) ইব্রাহিম খলিল।

তিনি বলেন কোনো তদবির ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়া হয়েছে। চাকরি পেতে প্রত্যেক প্রার্থীকে মাত্র ১২০ টাকা খরচ করতে হয়েছে। রাষ্ট্রের সেবায় মেধাবী ও দক্ষ পুলিশ জনবল নিশ্চিত করতে পেরে ভালো লাগছে।

‎পুলিশ কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে উত্তীর্ণ ১২ জনের নাম ঘোষণা করেন বরগুনার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) ইব্রাহিম খলিল।

ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

‎জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরগুনা জেলায় ১২টি পদের বিপরীতে মোট ৭৩২ জন প্রার্থী আবেদন করে। প্রাথমিকভাবে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই শেষে ২৪৯ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৮ জন। যার মধ্যে ২০ জন উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা ও তাদের পরিবার। নিয়োগপ্রাপ্তদের একজন বলেন, বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া যেন অসম্ভব।

সেখানে আমরা মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে চাকরি পেয়েছি। এটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন করেছি।

মাত্র ১২০ টাকা ব্যাংক ড্রাফট ফি দিয়েই প্রার্থীরা চাকরি পেয়েছেন। আমি বিশ্বাস করি, তারা ভবিষ্যতে পুলিশের গর্বিত সদস্য হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/