অপরাধ দমনে অসাধারণ সাফল্য ও জনগণের আস্থা অর্জনের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের চারটি জেলার মধ্যে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’এর সম্মাননা পেলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শনিবার সকালে ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে এই বিরল সম্মাননা গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের সকল জেলার মধ্যে শেরপুর এগিয়ে থাকে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অভিযানে সাফল্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। অভিন্ন মানদণ্ডে মূল্যায়নে শীর্ষস্থান অধিকার করে শেরপুর জেলা পুলিশ।
শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ ইসলাম বলেন,”এই সম্মাননা শুধু আমার একার নয়, আমাদের জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিবেদিতপ্রাণ সেবার ফসল, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের এই সাফল্যের মূল চালিকাশক্তি।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে রেঞ্জের সকল পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শেরপুর পুলিশের এই অর্জনে প্রশংসা জানিয়েছেন এবং নিজেদের এলাকায়ও অনুরূপ কার্যক্রম গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
https://slotbet.online/