নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কৃষক সেজে পাওয়ার টিলার চালকের সিটের নীচে সুকৌশলে লুকিয়ে ৩৬৫ বোতল ফেনসিডিল পাচারকালে দুই ভাইকে আটক করা হয়েছে।
আটক যুবকেরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই পুত্র মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।
রোববার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, মাদক ব্যবসায়ী দুই ভাই কৃষক সেজে পাওয়ার টিলারে করে ফেন্সিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়ার শেরকোলে পৌঁছায়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল পাওয়ার টিলারটি থামিয়ে তল্লাশীর এক পর্যায়ে চালকের সিটের নীচে সুকৌশলে লুকিয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করে এবং দুই ভাইকে আটক করে।
https://slotbet.online/