নাটোরের লালপুর থানা পুলিশ সোমবার সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে স্বামী স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলো সুন্দরগড়া গ্রামের মৃত আজিজুল হকের পুত্র রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান এ দম্পতি।
সোমবার ভোরে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ঘরে স্ত্রী ফাতেমার লাশ ঝুলছে পরে ঘরের পাশে থাকা তামাকের ঘরের আঁড়ার সঙ্গে রইজুলের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
https://slotbet.online/