জনপ্রিয় অভিনেতা দক্ষিণবঙ্গের কৃতি সন্তান সমু চৌধুরীকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মাজার থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে উদম গায়ে অচেতন হয়ে শুয়ে থাকা অভিনেতা সমু চৌধুরীর ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনেকেই অভিনেতার ছবিটি শেয়ার করে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের? নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী।
১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন তিনি।
https://slotbet.online/