মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১৩ জন এবং পঞ্চগড় সদর উপজেলার আমার থানা এলাকার সীমান্ত দিয়ে ৭ জনকে ভারত থেকে ‘পুশ ইন’ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজ সকালে বিজিবির একটি দল বড়লেখা উপজেলা থেকে ১৩ জনকে আটক করেছে।’
আটককৃতরা জানায়,বিভিন্ন সময় তারা ভারতে গিয়েছিলেন। এর মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ শিশু রয়েছে। বিজিবির কাছে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় দিয়েছে। আটককৃতদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা রেখে পরিচয় যাচাই-বাছাই চলছে।
অপরদিকে বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সীমান্ত পেরিয়ে আসার পর ৭৪৩/১-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে আমারখানা বিওপির সদস্যরা ৭ জনকে আটক করেছেন।’
তিনি জানান, আটক ৭ জন বাংলাদেশি নাগরিক। তারা খুলনা বিভাগের যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। আটককৃতদেরকে পঞ্চগড় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/