পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহ -সভাপতি ও সাবেক জিএস নাজিম উদ্দিন সোহেল (৪৫) কে শনিবার আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
সে পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিং এর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে।
তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
তার নামে বিস্ফোরক দ্রব্য মামলা সহ (১৪)টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
https://slotbet.online/