পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে-২০২৫ এর ফাইনালে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপর পৌরসভা ৩-১ গোলে পিরোজপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা। এর পর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলার পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে।
প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক হতে গোল করে ব্যবধান ৩-১ নিয়ে যান সাইফুল্লাহ এবং পিরোজপুর পৌরসভার বিজয় নিশ্চিত করেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীরহোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করীম মিটুল, সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ।
ফাইনালে সেরা খেলোয়ার বিবেচিত হন সাইফুল্লাহ, টুর্নামেন্ট অফ দি প্লেয়ার নির্বাচিত হন মহিবুল্লাহ। খেলার ধারাভাষ্যে ছিলেন মো: রিপন ও আ: জলিল, রেফারীর দায়িত্ব পালন করেন ফাহিম আহাম্মেদ জুম্মান।
https://slotbet.online/