রাজধানীর হাজারীবাগে শনিবার রাতে পিতার ছুরিকাঘাতে বাহারুল ইসলাম রাসেল (২০) নামে এক হতভাগ্য পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা হুমায়ুন বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। রাসেল ও তার বাবা জুয়েল রানা পৃথক স্থানে হোটেলে কাজ করেন।
রাসেলের মা ও খালা জর্ডান প্রবাসী। রাসেলরা তিন ভাই। রাসেল ছিল দ্বিতীয়। বাবা-ছেলে থাকতো হাজারীবাগ ঝাউচর এলাকায় ভাড়া বাসায়।
তিনি বলেন, দুজনেরই বিদেশ যাওয়ার কথা চলছিল। কিছুদিন আগে রাসেলের পাসপোর্ট করা হয়েছে। কে আগে যাবে। কাকে আগে নিয়ে যাবে, এসব নিয়ে তাদের রাসেলের মায়ের সঙ্গে তার বাবার ফোনে মধ্যে ঝগড়াঝাঁটি হয়।
তিনি মনে করছেন, এসব নিয়েই ঝগড়াঝাঁটির পরে বাবা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুত্র রাসেলের বুকে ছুরিকাঘাত করেন।
পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান।
সেখানে না রাখলে পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আমরা পেছনে পেছনে হাসপাতালে এসে তার লাশ পাই। নিহত রাসেলদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
https://slotbet.online/