• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইবির জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সভাপতির নেতৃত্বে সাংবাদিককে মারধর পাইকগাছা-কয়রা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মজিদের গণসংযোগ অব্যাহত রাজশাহীতে বক্সিং প্রতিযোগিতার বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা আক্তার বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে‎ রাজশাহী শিক্ষা বোর্ডে ১৬ বছরে সর্বনিম্ন পাসের হার: তবুও দেশ সেরা বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ: ভ্রাম্যমান আদালতের অভিযান বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের চেষ্টা আটক- ১০
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

নেপাল থেকে ছয় মাসের জন্য বিদ্যুৎ রপ্তানি আজ থেকে শুরু হয়েছে

মুক্ত বাংলাদেশ ডেস্কঃ / ৫৯ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ১৫ জুন, ২০২৫

‎আজ ১৫ই জুন- ২০২৫ রবিবার ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল বাংলাদেশে ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করা হয়েছে। এতে ইউনিট প্রতি দাম পড়বে প্রায় ৭ টাকা। 

রবিবার (১৫ জুন)  থেকে নেপাল বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মোঃ জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ছয় মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

বিপিডিবি সূত্র বলছে, শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের।

অর্থাৎ গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে।

‎এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলক গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করে। তখনো ৩৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়।

‎চুক্তি অনুযায়ী, ১৫ জুন-২০২৫  থেকে ১৫ নভেম্বর-২০২৫ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/