বিভাগীয় শহর খুলনায় মঙ্গলবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় দুই মহিলার শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।
আক্রান্ত দুই মহি নাম সুমাইয়া ও তানিয়া। সুমাইয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্ত তানিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপারসন ডা. খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ‘২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
https://slotbet.online/