যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন শেখ আমির হোসেন পারু (৬৮) ।
তিনি যশোর জেলার যশোর বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামের মৃত শেখ মোকসেদ আলীর পুত্র। বুধবার ভোর ৬টার দিকে হাসপাতালের ৫ নম্বর আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মোঃ রবিউল ইসলাম তুহিন জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন।
পরবর্তীতে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তাকে ১৬ জুন বিকেল ৬টার দিকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং তিনি ভোরে মারা যান।
পূর্বেই তার একাধিক শারীরিক জটিলতা থাকায় করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীর তা সহ্য করতে পারেনি।
ডা. রবিউল ইসলাম আরো জানান, বর্তমানে আইসিইউতে আরো তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন যাদের করোনা উপসর্গ রয়েছে।
তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা।
এ ছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো একজন করোনা রোগী ভর্তি আছেন, যিনি ইতোমধ্যেই পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
https://slotbet.online/